Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

‘বায়তুল মাকদিস সংকট ও আমাদের করণীয়’ শীর্ষক সেমিনারে অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

মে ২৭, ২০২৪, ০৮:০৩ পিএম


‘বায়তুল মাকদিস সংকট ও আমাদের করণীয়’ শীর্ষক সেমিনারে অনুষ্ঠিত

দখলদার শক্তির রাফাহ গণহত্যা চলাকালীন সময়ে বাংলাদেশের মুসলিম যুবজনতাকে সচেতন করতে, মুসলিম মানস ও বুদ্ধিবৃত্তিকে উদ্দীপ্ত করতে, বাংলাদেশে বায়তুল মাকদিসকে কেন্দ্র করে জ্ঞানতাত্ত্বিক, সামাজিক ও জাতীয় পর্যায়ে নবসূচনার ঘোষণা দিতে, বাংলাদেশের চিন্তাশীল মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দু, জাতীয় প্রেসক্লাবে বায়তুল মাকদিস ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত "বায়তুল মাকদিস সংকট ও আমাদের করণীয়" শীর্ষক শিক্ষামূলক সেমিনারে অনুষ্ঠিত হয়েছে।

এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি মো. আব্দুল মতিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি, বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী প্রফেসর ড. আব্দুল লতিফ মাসুম। এছাড়া ছিলেন আলেম, গবেষক ও জাতীয় রাজনীতিবিদ জনাব শেখ ফজলুল করীম মারুফ।

সেমিনারে সভাপতিত্ব করেন, বায়তুল মাকদিস ফাউন্ডেশনের প্রেসিডেন্ট জনাব আকিব আহমেদ।

সেমিনারের শুরু হয় কোরআন তেলাওয়াতের মাধ্যমে। শুভেচ্ছা বক্তব্য রাখেন বায়তুল মাকদিস ফাউন্ডেশনের প্রেসিডেন্ট আকিব আহমেদ।

পরবর্তীতে উম্মাহর মহান আলেম ও মুতাফাক্কির প্রফেসর ড. মেহমেদ গরমেজের প্রবন্ধ "দ্বীন ও সভ্যতার দৃষ্টিকোণ থেকে আল কুদস" শীর্ষক প্রবন্ধ পাঠ করেন বায়তুল মাকদিস ফাউন্ডেশনের সেক্রেটারি জুনায়েদ হোসাইন। বাংলাদেশের প্রেক্ষিতে বায়তুল মাকদিসের চেতনা ছড়িয়ে দেয়া ও মাঠপর্যায়ে ছড়িয়ে দেয়ার জন্য ৫ দফা প্রস্তাব পেশ করেন, আলেম,

গবেষক ও রাজনীতিবিদ শেখ ফজলুল করীম মারুফ। বিশেষ অতিথির বক্তব্যে বায়তুল মাকদিসের ইতিহাস, ক্রুসেড ও উম্মাহর প্রচেষ্টা, এবং বেলফোর পরবর্তী মাকদিস নিয়ে বিশ্লেণাত্মক বক্তব্য পেশ করেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি, বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী প্রফেসর ড. আব্দুল লতিফ মাসুম।

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি মো. আব্দুল মতিন বায়তুল মাকদিসের প্রতিরোধ আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করেন। তিনি এসময় ঐতিহাসিক পর্যালোচনা পেশ করার পাশাপাশি, আমাদের করণীয় নিয়ে দিকনির্দেশনামূলক আলোচনা পেশ করেন।

ফিলিস্তিনের রাফায় সংঘটিত শতাব্দীর অন্যতম নিকৃষ্ট গণহত্যার প্রতি আলোচকবৃন্দ তীব্র নিন্দা জানান। এসময় উপস্থিত শ্রোতাদের সাথে শহীদদের মাগফিরাত কামনা ও প্রতিরোধ আন্দোলনের মুজাহিদদের উদ্দেশে দোয়া পরিচালনা করেন বিশিষ্ট আলেম, গবেষক ও জাতীয় রাজনীতিবিদ শেখ ফজলুল করীম মারুফ।

পরিশেষে হালকা নাস্তা গ্রহণ এবং বায়তুল মাকদিস ফাউন্ডেশনের প্রেসিডেন্ট জনাব আকিব আহমেদের সমাপনী বক্তব্যের মাধ্যমে সেমিনার সমাপ্ত হয়।

আরএস

Link copied!