Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

২৫ দিনেও মেলেনি দুই সন্তানের খোঁজ!

আব্দুল্লাহ আল নোমান

আব্দুল্লাহ আল নোমান

মে ২৯, ২০২৪, ০৫:১৮ পিএম


২৫ দিনেও মেলেনি দুই সন্তানের খোঁজ!

আদরের দুই সন্তান শাহাদাত হোসেন রাফি (১৪) ও আরিফ হোসেন রাফাতের খোঁজে পাগল পারা মা আঁখি বেগম (২৮)। সন্তানদের খোঁজে দ্বারে দ্বারে  ঘুরে বেড়াচ্ছেন তিনি।

বুধবার (২৯ মে) জাতীয় প্রেসক্লাবের সামনে সাংবাদিকদের তিনি জানান, দুই সন্তান হারিয়ে যাওয়ার ২৫ দিন পেরিয়ে গেলেও তাদের কোন খোঁজ পাননি।

আঁখি বেগম বলেন, গত ৫ মে সকালে স্কুলের উদ্দেশ্যে বের হন দুই ভাই রাফি ও রাফাত। এর পর থেকে নিখোঁজ রয়েছে তারা।

বড় ছেলে রাফি নারায়ণগঞ্জের সোনাগাঁও শিল্প নগর স্কুল এন্ড কলেজের সপ্তম শ্রেণি ও ছোট ছেলে আরিফ হোসেন রাফাত ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।

গত ৫ মে প্রতিদিনের মত স্কুলের উদ্দেশ্য বের হন তারা। কিন্তু স্কুল ছুটির পর বাড়ি না ফেরায় স্কুলে গিয়ে বাবা-মা জানতে পারেন ওইদিন স্কুলেই যাননি তারা। এরপর থেকে সবজায়গায় খোঁজাখুঁজি করলেও এখন পর্যন্ত দুই ভাইয়ের খোঁজ পায়নি তাদের পরিবার।

এ বিষয়ে সোনারগাঁও থানায় জিডি করেন বলে জানান রাফি ও রাফাতের বাবা ইউছুপ (৩৪)। তিনি আমার সংবাদকে বলেন, সন্তানদের খোঁজে এলাকায় মাইকিং, পোস্টারিং সব কিছু করেছেন। পুলিশের সাথেও নিয়মিত যোগাযোগ করছেন। কিন্তু এখন পর্যন্ত কোন খোঁজ পায়নি তার পরিবার।

এবিষয়ে জানতে চাইলে সোনাগাঁও থানার এস আই রাজু আহমেদ আমার সংবাদকে বলেন, ভুক্তভোগী পরিবার জিডি করার পর বিষয়টি নিয়ে কাজ করছেন তারা। ইতোমধ্যো হাইওয়ে সড়কের সিসিটিভি ফুটেজ ও চেক করছেন। তাতে একটি সিএনজিতে উঠতে দেখা যায় তাদের। কিন্তু সিএনজির নম্বর প্লেট এখন পর্যন্ত শনাক্ত করা যায় নি। এছাড়া রাফি ও রাফাত ডিজিটাল ডিভাইস ব্যবহার না করার ফলে পুলিশ সহজে তাদের অবস্থান শনাক্ত পারছে না বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

সারা দেশের সকল থানায় এ সম্পর্কিত তথ্য পাঠানোর পাশাপাশি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিআইবি) কে চিঠি দেওয়া হয়েছে বলেও জানান সোনাগাঁও থানার এ এস আই রাজু আহমেদ।

আরএস

Link copied!