Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

হাতিয়ায় অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি:

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি:

মে ২৯, ২০২৪, ০৫:৩৪ পিএম


হাতিয়ায় অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় আব্দুল্লাহ আল আমিন নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (২৯ মে) সকাল সাড়ে ১০টার সময় উপজেলার জাহাজমারা মারকাজুল উলুম কওমি মাদরাসার সামনে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল্লাহ আল আমিন উপজেলার ১১নং জাহাজমারা  ইউনিয়ন ২নং ওয়ার্ডের শফিউল্লাহ মেম্বার বাড়ির মো. ফারুকের  ছেলে। সে জাহাজমরা মারকাজুল উলুম কওমি মাদরাসার ছাত্র।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে মাদ্রাসা থেকে বের হয়ে সড়কে গেলে, হঠাৎ একটি ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে তাকে ধাক্কা দেয়। পরে এলাকাবাসীর সহায়তায় শিশুটিকে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল্লাহ আল আমিন কে মৃত ঘোষণা করেন।  

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিসান আহমেদ বলেন,আইনি প্রক্রিয়ায় পরিবারের মাঝে লাশ হস্তান্তর করা হবে।

বিআরইউ

Link copied!