community-bank-bangladesh
Amar Sangbad
ঢাকা বুধবার, ০৩ জুলাই, ২০২৪,

আনার হত্যা: দেশে ফিরছে ডিবির প্রতিনিধি দল

আমার সংবাদ ধর্ম ডেস্ক

মে ৩০, ২০২৪, ০১:২৩ এএম


আনার হত্যা: দেশে ফিরছে ডিবির প্রতিনিধি দল

সংসদ সদস্য (এমপি) আনোয়ারুল আজীম আনার হত্যাকাণ্ডের তদন্ত শেষে দেশে ফিরছেন ডিবির প্রতিনিধি দল। ডিবিপ্রধান মোহাম্মদ হারুন অর রশীদের নেতৃত্বে দলে রয়েছেন ওয়ারী বিভাগের ডিসি মো. আব্দুল আহাদ ও এডিসি শাহীদুর রহমান।

বৃহস্পতিবার দুপুরে তাদের দেশে ফেরার কথা রয়েছে। এর আগে রোববার সকাল ১০টার একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কলকাতায় যায় প্রতিনিধি দলটি।

ডিবির তদন্ত কর্মকর্তারা জানান, ঢাকায় গ্রেপ্তার হওয়া আমানুল্লাহ আমান ওরফে শিমুল ভুঁইয়াকে জিজ্ঞাসাবাদে অনেক চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। সেসব তথ্য যাচাই-বাছাইয়ের জন্য ও কলকাতার তদন্ত দলকে সহযোগিতা করার জন্য কলকাতায় যায় ডিবির প্রতিনিধি দল।

ডিবিপ্রধান মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, আমরা বাংলাদেশ থেকে আসার পরেই যে ফ্ল্যাটে হত্যাকাণ্ড ঘটানো হয়েছে সেটা পরিদর্শন করি। এরপর আমরা কলকাতার সিআইডিকে অনুরোধ করি যে বাড়িটির স্যুয়ারেজ লাইন দেখা দরকার। সিআইডি খুব আন্তরিকতার সঙ্গে কাজ করছে। বাংলাদেশে গ্রেপ্তার হওয়া ঘাতকদের কাছ থেকে পাওয়া তথ্য দিয়ে আমরা সিআইডিকে সহযোগিতা করছি।

ইএইচ

Link copied!