Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

মোহাম্মদপুরে আবাসিক ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

জুন ১, ২০২৪, ১২:১৯ এএম


মোহাম্মদপুরে আবাসিক ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর মোহাম্মদপুরের শেখেরটেক এলাকার একটি আবাসিক ভবনে লাগা আগুন ফায়ার সার্ভিসের ২ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে।

শুক্রবার রাত ১১টা ৫০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার অফিস রাফি আল ফারুক।

জানান, রাত ১০টা ২৫ মিনিটে শেখেরটেকে একটি ছয়তলা বিশিষ্ট আবাসিক ভবনের দোতলায় আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট পাঠানো হয়। ফায়ার সার্ভিসের ২ ইউনিটের চেষ্টায় রাত ১১টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে।

তিনি জানান, তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে জানা যায়নি।

ইএইচ

Link copied!