Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

সারাদেশে চলছে শিশুদের ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

জুন ১, ২০২৪, ০১:০৫ পিএম


সারাদেশে চলছে শিশুদের ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন

সারাদেশে চলছে ৬ মাস থেকে পাঁচ বছর বয়সি শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইন। দেশব্যাপী বিনামূল্যে খাওয়ানো হচ্ছে  এই ক্যাপসুল।

শনিবার (০১ মে) সকালে রাজধানীতে ন্যাশনাল ইনস্টিটিউট অব প্রিভেন্টিভ ও সোশাল মেডিসিনে (নিপসম) শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাইয়ে সারাদেশে এই ক্যাম্পেইনের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। বিকাল ৪টা পর্যন্ত চলবে এই কার্যক্রম।

শিশুদের নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে এসে ক্যাপসুল খাওয়ানোর আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, অন্ধত্ব রোধে ভিটামিন ‘এ’ ক্যাপসুল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ৬ থেকে ১১ মাস বয়সি প্রায় ২৭ লাখ শিশুকে একটি নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সি প্রায় এক কোটি ৯৫ লাখ শিশুকে লাল রঙের একটি ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।

বিআরইউ

Link copied!