Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪,

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী

ঘূর্ণিঝড় রেমালে ক্ষতি ৬ হাজার ৮৮০ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক :

নিজস্ব প্রতিবেদক :

জুন ২, ২০২৪, ০২:০৫ পিএম


ঘূর্ণিঝড় রেমালে ক্ষতি ৬ হাজার ৮৮০ কোটি টাকা

২০ জেলায় ঘূর্ণিঝড রেমালের আঘাতে ৬ হাজার ৮৮০ কোটি টাকা ক্ষতি হয়েছে। রোববার (২ জুন) দুপুরে আন্তঃমন্ত্রণালয় দুর্যোগ ব্যবস্থাপনা সমন্বয় কমিটির সভা শেষে সাংবাদিক সম্মেলনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. মহিববুর রহমান এ কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, গত ২৬ মে বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঘূর্ণিঝড় রিমাল আঘাত হানে। এর প্রভাবে উপকূলীয় বেশ কিছু এলাকায় জলোচ্ছ্বাসের সৃষ্টি হয়। ফলে উক্ত এলাকাসমূহ পানিতে নিমজ্জিত হয়। মহিববুর রহমান বলেন, এতে প্রায় ১৮ জনের প্রাণহানি ঘটে। তিনি আরো বলেন, উপকূলীয় এলাকায় মাছের ঘের, গবাদি পশুর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আগামী ৯ জুনে ক্ষতিগ্রস্তদের কীভাবে ক্ষতিপূরণ দেয়া যাবে তা মিটিং এ আলোচনা করে জানিয়ে দেওয়া হবে। এ বিষয়গুলো নিয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমরা কাজ করে যাচ্ছি।

প্রতিমন্ত্রী বলেন, এ পর্যন্ত ১৯ জেলায় ক্ষতিগ্রস্তদের অনুকূলে ত্রাণকার্যে নগদ পাঁচ কোটি ৭৫ লাখ টাকা, পাঁচ হাজার ৫০০ মেট্রিক টন চাল, ৯ হাজার প্যাকেট শুকনা খাবার, ২০০ বান্ডিল ঢেউটিন, গো- খাদ্যের জন্য দুই কোটি ৪৫ লাখ টাকা এবং শিশু খাদ্য কেনার জন্য দুই কোটি ৪৫ লাখ টাকা বিতরণ করা হয়েছে।

তিনি বলেন, সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের বিভাগ, দপ্তর-সংস্থা, স্থানীয় প্রশাসন, বিভিন্ন স্থানীয় ও আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন, রাজনৈতিক নেতৃবৃন্দসহ আওয়ামী লীগের এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠন দুর্গতদের পাশে দাঁড়িয়েছে। ঘূর্ণিঝড়ের পরপরই আমি ক্ষতিগ্রস্ত এলাকা খুলনার কয়রা, ভোলার চরফ্যাশন এবং পটুয়াখালীর কলাপাড়া ও রাঙ্গাবালী পরিদর্শন করেছি এবং ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ ও জরুরি সেবা পৌঁছানো নিশ্চিত করেছি।

প্রতিমন্ত্রী বলেন, গত ৩০ জুন প্রধানমন্ত্রী ঘূর্ণিঝড় রেমাল এলাকা পরিদর্শনের জন্য পটুয়াখালীর কলাপাড়া পরিদর্শন করেন এবং ঘূর্ণিঝড়ে আক্রান্তদের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করেন।

বিআরইউ

Link copied!