Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

এমপি আনার হত্যা: কলকাতা যাচ্ছেন ডরিন

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

জুন ৪, ২০২৪, ১২:১৬ এএম


এমপি আনার হত্যা: কলকাতা যাচ্ছেন ডরিন

অবশেষে কলকাতা যাচ্ছেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন।

সোমবার ভারতীয় ভিসা পেয়েছেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন তিনি ।

এর আগে হত্যার খবর পেয়ে গত ২২ মে আনারকন্যা ডরিন এবং সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী আব্দুর রউফ ভারতের ভিসার জন্য আবেদন করেন।

কলকাতার সঞ্জীভা গার্ডেনসের সেপটিক ট্যাংক থেকে উদ্ধার হওয়া হাড় ও মাংস এমপি আনারের কী না তা পরীক্ষার জন্য ডরিনের ভারতে যাওয়া প্রয়োজন। সেখানে উদ্ধার হওয়া দেহাংশের সঙ্গে ডরিনের ডিএনএ পরীক্ষা করা হবে বলে জানিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

গত ২৮ মে ডরিন বলেছিলেন, কলকাতার সঞ্জীভা গার্ডেনসের ফ্ল্যাটের সেপটিক ট্যাংক থেকে দেহের খণ্ডাংশ উদ্ধার করা হয়েছে বলে জানতে পেরেছি। কিন্তু এই খণ্ডাংশ বাবার কি না তা নিশ্চিত করেনি পুলিশ।

ইএইচ

Link copied!