Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

জামালপুরে দৈনিক আমার সংবাদের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জামালপুর প্রতিনিধি:

জামালপুর প্রতিনিধি:

জুন ৪, ২০২৪, ০১:৩৫ পিএম


জামালপুরে দৈনিক আমার সংবাদের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দেশের বহুল প্রচারিত জাতীয় দৈনিক আমার সংবাদের সাহসিকতার ১ যুগে পদার্পণ উপলক্ষ্যে জামালপুরে  কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। 

সোমবার (০৩ জুন) সন্ধ্যায় জামালপুর  প্রেসক্লাবের হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

এতে সভাপতিত্ব  করেন, জামালপুর পৌরসভার প্যানেল মেয়র ফজলুল হক আকন্দ। প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর জেলা তথ্য অফিসার মোঃ জালাল উদ্দীন। জামালপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ লুৎফর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জামালপুর জেলা জেএসডির সভাপতি ও শিক্ষাবিদ মোঃ আমির উদ্দিন।

এসময় দৈনিক আমার সংবাদের আগামী দিনের সাফল্যে সাহসিকতার সাথে এগিয়ে যাক বলে বক্তব্য রাখেন সমকালের জামালপুর প্রতিনিধি আনোয়ার হোসেন মিন্টু, দৈনিক সচেতনকন্ঠের সম্পাদক বজলুর রহমান। আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান অংশ নেন জামালপুর প্রেসক্লাবের সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দৈনিক আমার সংবাদের জামালপুর প্রতিনিধি বিপুল মিয়া।

অনুষ্ঠানের প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, পত্রিকা হল রাষ্ট্রের চতুর্থস্তম্ব তাই বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সাংবাদিকদের এগিয়ে আসতে সকল সংবাদকর্মীদের আহ্বান জানান।


বিআরইউ

Link copied!