Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪,

শপথ অনুষ্ঠানে শেখ হাসিনাকে আমন্ত্রণ জানালেন মোদী

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

জুন ৬, ২০২৪, ০১:৩৯ এএম


শপথ অনুষ্ঠানে শেখ হাসিনাকে আমন্ত্রণ জানালেন মোদী

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতের নতুন সরকারের শপথগ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছেন নরেন্দ্র মোদী। শেখ হাসিনা তার এ আমন্ত্রণ গ্রহণ করেছেন বলে জানা গেছে।

বুধবার রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে টেলিফোনে আলাপকালে ভারতের নতুন সরকারের শপথগ্রহণ অনুষ্ঠানে তাকে আমন্ত্রণ জানান নরেন্দ্র মোদী।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মো. নুরএলাহি মিনা সাংবাদিকদের এ ব্যাপারে ব্রিফ করেছেন।

তিনি জানান, টানা তৃতীয় বার বিজেপির নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (এনডিএ) বিজয়ী হওয়ায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বাংলাদেশের জনগণ, সরকার, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত ও পরিবারের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে।

টানা তৃতীয় বার এনডিএর বিজয়ে নরেন্দ্র মোদীর নেতৃত্বের প্রশংসা করে শেখ হাসিনা বলেন, তার (নরেন্দ্র মোদী) বলিষ্ঠ নেতৃত্বে এটা সম্ভব হয়েছে।

বাংলাদেশ এবং ভারতের মধ্যকার সুপ্রতিবেশি সুলভ সম্পর্কের কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশা প্রকাশ করে বলেন, নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্সের বিজয়ের মধ্য দিয়ে ভারত এবং ভারতের জনগণ আরও এগিয়ে যাবে, বিশ্ব সভায় আরও এগিয়ে যাবে।

ইএইচ

Link copied!