Amar Sangbad
ঢাকা শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪,

জন্মবার্ষিকী উপলক্ষে বিশেষ সেমিনার

‘হাছন রাজার গান সংরক্ষণের আহ্বান’

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

জুন ১১, ২০২৪, ০৯:৩৪ পিএম


‘হাছন রাজার গান সংরক্ষণের আহ্বান’

মরমি কবি হাছন রাজা‍‍`র জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে বিশেষ সেমিনার আয়োজন করেছে বাংলাদেশের কপিরাইট অফিস। আজ ১১ই জুন ২০২৪ বাংলাদেশ কপিরাইট অফিস ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত এ সেমিনারে সভাপতিত্ব করেন রেজিস্ট্রার অফ কপিরাইটস মো. দাউদ মিয়া, এনডিসি (অতিরিক্ত সচিব)।

এতে প্রধান অতিথি ছিলেন আর্কাইভস ও গ্রন্থাগার অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ড. সালমা মমতাজ। বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. আতাউর রহমান। মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাবেক রেজিস্ট্রার অফ কপিরাইটস এবং কপিরাইট বোর্ডের সদস্য জাফর রাজা চৌধুরী।

সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন কপিরাইট ডেপুটি রেজিস্ট্রার (উপসচিব) আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক।

কবির জীবনের বিভিন্ন পর্যায়ের বর্ণনার সাথে গানের মাধ্যমে তথ্যবহুল প্রবন্ধ উপস্থাপন করেন হাছন গবেষক এবং হাছন রাজার প্রপৌত্র সামারিন দেওয়ান। সেমিনারের মূখ্য আলোচক কপিরাইট অফিসের সাবেক রেজিস্ট্রার এবং কপিরাইট বোর্ডের সদস্য জাফর রাজা চৌধুরী প্রবন্ধের আলোকে হাছন রাজা‍‍`র জীবনদর্শন নিয়ে আলোচনা করেন।

বিশেষ অতিথি জনাব মো. আতাউর রহমান তাঁর বক্তব্যে হাছন রাজা সম্পর্কে প্রচলিত তথ্য-উপাত্তের শুদ্ধতা যাচাইয়ের উপর গুরুত্বারোপ করেন।

সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে ড. সালমা মমতাজ নতুন প্রজন্মের প্রতি চলচ্চিত্র এবং সাহিত্যের মাধ্যমে হাছন রাজার গান সংরক্ষণ সহ বাংলাদেশের ঐতিহ্যের প্রচার এবং গবেষণামূলক কর্মকাণ্ডে অংশগ্রহণের আহ্বান জানান।

সমাপনী বক্তব্যে সেমিনারের সভাপতি মোঃ দাউদ মিয়া, এনডিসি গবেষণালব্ধ জ্ঞানের ভিত্তিতে সুস্থধারার সংস্কৃতির বিকাশ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সঠিক ইতিহাস সংরক্ষণের লক্ষ্যে প্রতি বছর আরও বৃহৎ পরিসরে এধরনের আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন।

এসময় আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন লেখক ও গবেষক মীর লিয়াকত আলী এবং সংগীতশিল্পী তারুণ্য হীরা সহ সাংস্কৃতিক অঙ্গনের বিভিন্ন ব্যক্তিবর্গ। অনুষ্ঠানটি সফলভাবে আয়োজনের জন্য তাঁরা বাংলাদেশ কপিরাইট অফিস-সংশ্লিষ্ট সকলের ভূয়সী প্রশংসা করেন।

আরএস

Link copied!