Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪,

টিআইবি

সাইবার নিরাপত্তা আইন খোলস পরিবর্তন ছাড়া আর কিছু নয়

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

জুন ১৩, ২০২৪, ০১:৩২ পিএম


সাইবার নিরাপত্তা আইন খোলস পরিবর্তন ছাড়া আর কিছু নয়

ডিজিটাল নিরাপত্তা আইনের পরিবর্তে সাইবার নিরাপত্তা আইন মূলত খোলস পরিবর্তন ছাড়া আর কিছু নয় বলে মন্তব্য করেছেন, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। 

বৃহস্পতিবার (১৩ ‍জুন) সকালে রাজধানীর ধানমন্ডিতে প্রস্তাবিত সাইবার নিরাপত্তা বিধিমালা-২০২৪ এর পর্যালোচনা ও সুপারিশ নিয়ে টিআইবি ও আর্টিকেল-নাইনটিন আয়োজিত সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন ড. ইফতেখারুজ্জামান।

এ সময় ড. ইফতেখারুজ্জামান বলেন, সাইবার নিরাপত্তা আইন ডিজিটাল নিরাপত্তা আইনের মতোই নিবর্তনমূলক।

এতে মত প্রকাশের স্বাধীনতা ও স্বাধীন সাংবাদিকতার অধিকার খর্ব করার আশঙ্কার কথাও জানান টিআইবির নির্বাহী পরিচালক।

আরএস

Link copied!