Amar Sangbad
ঢাকা রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫,

পশুবাহী গাড়িতে চাঁদাবাজি অভিযোগে পাঁচ পুলিশ বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

জুন ১৫, ২০২৪, ০৯:০০ পিএম


পশুবাহী গাড়িতে চাঁদাবাজি অভিযোগে পাঁচ পুলিশ বরখাস্ত

কোরবানির পশুবাহী গাড়ি থামিয়ে ঘুষ গ্রহণের অভিযোগে দুই এসআইসহ পাঁচ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

শনিবার তাদেরকে বরখাস্ত করা হয় বলে জানা গেছে। একইদিন পুলিশ সদরদপ্তর থেকে পাঠানো বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

অভিযুক্তরা হলেন- নারায়ণগঞ্জ রূপগঞ্জ থানার এসআই শেখ নজরুল ইসলাম, এসআই মো. আসাদুজ্জামান, কনস্টেবল নাজির শেখ, কনস্টেবল যুগল মন্ডল এবং কনস্টেবল তানভীর হোসেন আকাশ।

এদিকে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, পুলিশের কোনো সদস্য অপরাধে জড়িত থাকলে ছাড় দেওয়া হবে না। এক্ষেত্রে পুলিশের অবস্থান ‘জিরো টলারেন্স’।

পুলিশ সদরদপ্তর বলছে, পুলিশের কারও বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

ইএইচ

Link copied!