Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

দুপুরে পোলাও-মাংস, রাতে ভাত-মাছ খাবেন কারাবন্দিরা

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

জুন ১৭, ২০২৪, ০৯:১৯ এএম


দুপুরে পোলাও-মাংস, রাতে ভাত-মাছ খাবেন কারাবন্দিরা

ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে পালিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। তবে, ঈদের আনন্দ থেকে বাদ পড়েনি কারাগারে বন্দিরাও। তাদের জন্য করা হয়েছে বিশেষ আয়োজন।

ঈদ উপলক্ষে কারাবন্দিদের জন্য বিশেষ আয়োজন করা হয়েছে ঢাকা কেন্দ্রীয় কারাগারে। ঈদের সারা দিন বন্দিদের জন্য থাকছে উন্নত মানের খাবার ও বিনোদনের ব্যবস্থা।

কারাবন্দিদের ঈদের দিন সকাল শুরু হয়েছে পায়েস ও মুড়ি খাওয়ার মধ্যে দিয়ে। দুপুরে বন্দিরা খাবেন পোলাও, গরুর মাংস, মুরগির ঝাল ফ্রাই ও খাসির মাংস। পাশাপাশি দুপুরে কারাবন্দিদের জন্য রয়েছে কোমল পানীয়, মিষ্টি, লেবু, শসা ও পান-সুপারি। এ ছাড়া রাতে বন্দিরা খাবে সাদা ভাত, রুই মাছ ও ছোলার ডাল।

ঈদের দিন কারাগারে রান্না হওয়া খাবারের পাশাপাশি নিজের বাসাবাড়িতে রান্না করা খাবারও খেতে পারবেন বন্দিরা।

এ বিষয়ে জেলার নাশির আহমেদ বলেন, আজ ঈদের দিন বন্দিদের সঙ্গে তাদের স্বজনরা নিয়ম অনুযায়ী দেখা করতে পারবেন। এ ছাড়া স্বজনরা বাসা থেকে রান্না করে বন্দিদের খাবার দিতে পারবেন।

ইএইচ

Link copied!