Amar Sangbad
ঢাকা শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪,

ছুটি শেষে রাজধানীতে ফিরছে কর্মজীবী মানুষ

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

জুন ১৮, ২০২৪, ০৯:৪৮ পিএম


ছুটি শেষে রাজধানীতে ফিরছে কর্মজীবী মানুষ

পবিত্র ঈদুল আজহার টানা পাঁচ দিনের ছুটি শুরু হয়েছিল গত শুক্রবার। এ কারণে মানুষ এবার আগেভাগেই বাড়ি ফিরেছেন। এদিকে ঈদের ছুটি শেষ হচ্ছে বুধবার। বুদবার থেকে শুরু হচ্ছে অফিস-আদালত।

তাই ঈদ শেষে এবার কর্মস্থলে ফেরার পালা। কেউ কেউ বাড়তি ছুটি নিলেও কর্মজীবীদের কেউ কেউ ঈদের দ্বিতীয় দিনেই ঢাকায় ফিরছেন। তবে আজ যতজন ঢাকায় ফিরছেন তার চেয়ে বেশি মানুষকে ঢাকা ছাড়তে দেখা গেছে।

মঙ্গলবার সকাল থেকে ট্রেন ও বাস টার্মিনালে ঢাকা ছেড়ে যাওয়া মানুষের ভিড় দেখা গেছে। আবার দুপুরের পর থেকে অনেককে ঢাকায় ফিরতেও দেখা গেছে। তবে ঢাকামুখী স্রোত এখনও পুরোপুরি শুরু হয়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

আগামী বৃহস্পতিবার থেকে ঢাকামুখী যাত্রীদের চাপ বাড়তে পারে বলে জানান তারা।

বাস টার্মিনাল ও কমলাপুরে যারা বাড়ি থেকে এসেছেন তাদের অনেকে জানান, ভোগান্তি এড়াতে তারা আগেভাগেই ঢাকায় এসেছেন। ঢাকায় যারা ফিরছেন তাদের বেশিরভাগই আগামীকাল থেকে অফিস করবেন।

কমলাপুর রেলওয়ে স্টেশনে দেখা যায়, গত দুইদিন ধরে সুনসান থাকা স্টেশনে লোকজন বেড়েছে। বিশেষ করে বিকেলে ট্রেনগুলোতে করে যাত্রী আসায় স্টেশনে কিছুটা প্রাণচাঞ্চল্য এসেছে। যখন একটি ট্রেন প্ল্যাটফর্মে এসে পৌঁছায় তখনই যেন স্টেশন সরব হয়ে ওঠে।

ইএইচ

Link copied!