Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

ঢামেকে আটক ভুয়া চিকিৎসকের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

জুন ২১, ২০২৪, ০৮:৪৮ পিএম


ঢামেকে আটক ভুয়া চিকিৎসকের বিরুদ্ধে মামলা

ঢাকা মেডিকেল হাসপাতাল থেকে আটক হওয়া ভুয়া চিকিৎসক রিপা আক্তারের বিরুদ্ধে শাহবাগ থানায় প্রতারণার মামলা করা হয়েছে।

ঢামেকের গাইনি বিভাগের ওয়ার্ড মাস্টার আবুল হোসেন বাদী হয়ে মামলাটি করেছেন বলে জানা গেছে।

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) মো. শাহ আলম।

বলেন, ঢাকা মেডিকেল থেকে অ্যাপ্রন পরিহিত ভুয়া ওই নারী চিকিৎসককে আটক করে থানায় হস্তান্তর করা হয়। পরে তার বিরুদ্ধে প্রতারণার অভিযোগে শাহবাগ থানায় একটি মামলা করা হয়। এ মামলায় শুক্রবার তাকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

জানা গেছে, রিপা আক্তারের গ্রামের বাড়ি পটুয়াখালীর বাউফল থানার বউলতলী গ্রামে। তিনি বর্তমানে কামরাঙ্গীর চর এলাকায় থেকে একটি ওষুধ কোম্পানিতে চাকরি করেন।

ইএইচ

Link copied!