Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

‘খোদার কসম বাবারে ছারুম না, সে আমারে ধোঁকা দিছে’

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুন ২৭, ২০২৪, ১১:৪৯ পিএম


‘খোদার কসম বাবারে ছারুম না, সে আমারে ধোঁকা দিছে’

ছাগলকাণ্ডে একে একে সবই হারাচ্ছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক কর্মকর্তা মতিউর রহমান। এবার আল্লাহর নামে কসম কেটে বাবাকে ছাড়বেন না বলে হুমকি দিয়েছেন কানাডা প্রবাসী মেয়ে ফারজানা রহমান ইপ্সিতা।

এক স্বজনের কাছে পাঠানো ভয়েস মেসেজে তিনি বলেন, ‘আমার বাবারে প্রটেক্ট করার কোনো ইচ্ছাই আমার নেই। তার ওপর আমার জিদ। আল্লাহর কসম, বাবারে আমি ছারুম না। সে আমারে ধোঁকা দিছে, আমার মারে ধোঁকা, আমার ভাইরে ধোঁকা দিছে। আমি তারে ছারুম? জীবনেও না। তার জন্য আমার নাম নষ্ট হবে, মা-র নাম নষ্ট হবে, এইটা আমি হইতে দিমু না।’

ভয়েজ মেসেজে ইপ্সিতা বলেন, ‘মানুষের দোষ তো নাইরে ভাই। দেশের মানুষ তো আসলেই কষ্ট করে। এই লোকটা আমার মারে এত বড় চিট করল ভাই। আমি এক মিনিট পরপর আমার মা-র সঙ্গে কথা বলতাছি। আমার মা হাউমাউ করে কান্দে। আমার ভাই কান্দে। আমার ভাই আমারে বলে, বাপ আমাদের কখনও ভালোবাসে নাইরে আপু। ভালোবাসলে সে এইভাবে চিট করত না।’

তিনি আরও বলেন, ‘মানুষের রাগ তো আমি বুঝতে পারছি। বিকজ আপনারা অনেক ভুক্তভোগী। এই...সরকার। আল্লাহ মাফ করুক, আসলেই ভুক্তভোগী। কিন্তু আমার ফ্যামেলি, আমার, আমার মা-ভাইয়ের কোনো দোষ এখানে ছিল না ভাই।’

বাবাকে উদ্দেশ্য করে ইপ্সিতা নিজস্ব ভাষায় বলেন, ‘তার আছে অনেক। আমি জানি টাকা-পয়সাও ইলিগ্যাল না। তার ভালো ফ্যামেলি। বিয়াও করছিল ভালো ফ্যামেলির মাইয়া। তাইলে ভালো ফ্যামেলির মাইয়ারে বিয়া কইরা তুই রাখতে পারলি না। তোর এত খারাপ লাগছে, আমার মারে ছাইড়া তুই চইলা যাইতি। তুই আমাদের চিট করলি কেন। তুই তোর চাকরি বাঁচাইতে পারবি, টাকা বাঁচাইতে পারবি। কিন্তু তুই যে আমাদের ধোঁকা দিছোস, এইটা আমরা কী করুম। আমরা কই যামু (যাব), কারে মুখ দেখামু (দেখাব)।’

ইএইচ

Link copied!