Amar Sangbad
ঢাকা রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫,

সিনিয়র সচিব হয়েছেন শাহনাজ আরেফিন

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

জুলাই ৮, ২০২৪, ১২:৫৪ এএম


সিনিয়র সচিব হয়েছেন শাহনাজ আরেফিন

পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব শাহনাজ আরেফিন সিনিয়র সচিব হিসেবে পদোন্নতি দিয়েছে সরকার

রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রশাসনে বর্তমানে ১৩ জন সিনিয়র সচিব ও সিনিয়র সচিব পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন।

শাহনাজ আরেফিন ২০২১ সালের অক্টোবরে সচিব হিসেবে পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগে যোগদান করেন। এর আগে তিনি মন্ত্রিপরিষদ বিভাগে অতিরিক্ত সচিব ছিলেন।

১৯৯১ সনে বাংলাদেশ সিভিল সার্ভিসের প্রশাসন ক্যাডারের ১০ম ব্যাচের একজন কর্মকর্তা হিসেবে তিনি কর্মজীবন শুরু করেন।

ইএইচ

Link copied!