নিজস্ব প্রতিবেদক
জুলাই ৮, ২০২৪, ১২:৫৪ এএম
নিজস্ব প্রতিবেদক
জুলাই ৮, ২০২৪, ১২:৫৪ এএম
পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব শাহনাজ আরেফিন সিনিয়র সচিব হিসেবে পদোন্নতি দিয়েছে সরকার
রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রশাসনে বর্তমানে ১৩ জন সিনিয়র সচিব ও সিনিয়র সচিব পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন।
শাহনাজ আরেফিন ২০২১ সালের অক্টোবরে সচিব হিসেবে পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগে যোগদান করেন। এর আগে তিনি মন্ত্রিপরিষদ বিভাগে অতিরিক্ত সচিব ছিলেন।
১৯৯১ সনে বাংলাদেশ সিভিল সার্ভিসের প্রশাসন ক্যাডারের ১০ম ব্যাচের একজন কর্মকর্তা হিসেবে তিনি কর্মজীবন শুরু করেন।
ইএইচ