Amar Sangbad
ঢাকা রবিবার, ০৬ অক্টোবর, ২০২৪,

বিমানমন্ত্রী

১০টি নতুন বিমান কিনছে সরকার

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

জুলাই ৮, ২০২৪, ০১:০৪ এএম


১০টি নতুন বিমান কিনছে সরকার

আগামী ২ মাসের মধ্যে নতুন বিমান কেনার প্রক্রিয়া সম্পন্ন হবে। বাংলাদেশ সরকার ১০টি নতুন বিমান কিনতে চায়, তবে আপাতত ৪টি বিমান কেনা হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মুহাম্মদ ফারুক খান।

রোববার সচিবালয়ে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডি হাসের সঙ্গে আলোচনা শেষে তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র বোয়িং কেনার বিষয়ে আলোচনা করেছে। এয়ারবাস থেকেও ভালো প্রস্তাব এসেছে।বোয়িং কেনা না কেনা নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কে কোনো প্রভাব পড়বে না।

ফারুক খান বলেন, অতীতে একটি ব্রিটিশ ও আমেরিকান কোম্পানির মধ্যে বাংলাদেশে পণ্য বিক্রি নিয়ে এত প্রতিযোগিতা দেখিনি। আমরা এই দুইটার মধ্যে যেখান থেকে ভালো প্রস্তাব পাবো সেখান থেকে নেব।

ইএইচ

Link copied!