নিজস্ব প্রতিবেদক
জুলাই ১০, ২০২৪, ০৪:২৫ পিএম
নিজস্ব প্রতিবেদক
জুলাই ১০, ২০২৪, ০৪:২৫ পিএম
সরকারি চাকরিতে কোটাব্যবস্থা বাতিলের দাবিতে আন্দোলরত শিক্ষার্থীদের আদালতের নির্দেশনা মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তিনি বলেন, কোটা বাতিল চেয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের ব্যাপারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর হবে না।
আজ বুধবার তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এক অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
আন্দোলনকারীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, ‘শিক্ষার্থীদের ব্যাপারে কঠোর হবে না আইন শৃঙ্খলাবাহিনী। রাস্তায় বসে পড়লে দুর্ভোগ হবে সবার। পুলিশ আপনাদের বন্ধু।’
হাইকোর্টের কোটা পুনর্বহালের রায়ে এক মাসের স্থিতাবস্থাহাইকোর্টের কোটা পুনর্বহালের রায়ে এক মাসের স্থিতাবস্থা
প্রশ্ন ফাঁসকারীদের নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এ ব্যাপারে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এ নিয়ে আগেও কঠোর ছিলে আইন শৃঙ্খলাবাহিনী । আগামীতেও থাকবে।’
হাইকোর্টের কোটা পুনর্বহালের রায়ে এক মাসের স্থিতাবস্থা জারি করেছেন আপিল বিভাগ। আজ বুধবার প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ উভয়পক্ষের শুনানি শেষে এই আদেশ দেন। এ সিদ্ধান্তকে প্রত্যাখান করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ।
তিনি বলেন, ‘আমরা কোন ঝুলন্ত সিদ্ধান্ত মানছি না। আমাদের এক দফা দাবি সংসদে আইন পাস করে সরকরি চাকরির সকল গ্রেডে শুধুমাত্র পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য ন্যূনতম (সর্বোচ্চ ৫শতাংশ) কোটা রেখে সকল ধরনের বৈষম্যমূলক কোটা বাতিল করতে হবে।’
আরএস