Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

ভ্যাট ফাঁকি দিতেই ১০ কোটি টাকার তথ্য গোপন করে সাদিক এগ্রো

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

জুলাই ১১, ২০২৪, ১২:২৪ এএম


ভ্যাট ফাঁকি দিতেই ১০ কোটি টাকার তথ্য গোপন করে সাদিক এগ্রো

ছাগলকাণ্ডে আলোচিত সাদিক এগ্রো ভ্যাট ফাঁকি দিতেই ১০ কোটি টাকার তথ্য গোপন করেছে বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

বুধবার এনবিআরের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

এনবিআর জানায়, গত সপ্তাহে সাদিক এগ্রোর গুলশান, তেজগাঁও, মহাখালী ও মোহাম্মদপুরের চারটি আউটলেট অভিযান চালিয়ে এ সংক্রান্ত নথিপত্র জব্দ করা হয়। এসব নথি থেকে দেখা যায়, রাজধানীর চারটি আউটলেটে সাদিক এগ্রো প্রায় ১৫ কোটি টাকার পণ্য বিক্রি করেছে। অথচ ভ্যাট রিটার্নে দেখিয়েছে ৫ কোটি টাকা।

এ বিষয়ে এনবিআরের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেন, প্রতিষ্ঠানটির গুলশান, তেজগাঁও, মহাখালী ও মোহাম্মদপুরের চার দোকানে অভিযান চালিয়ে ২০১৯ থেকে ২০২৩ সালের জুন পর্যন্ত বিক্রয়ের তথ্য পাওয়া যায় ১৫ কোটি ৮৪ লাখ ৬৬ হাজার ৯৩৭ টাকা, যার ওপরে ১৫ শতাংশ ভ্যাট হিসাবে ১ কোটি ৪৯ লাখ ৬০ হাজার ৪৮ টাকা ভ্যাট প্রযোজ্য ছিল। কিন্তু নথিপত্র বলছে, সাদিক এগ্রো মাত্র ১৮ লাখ ২৩ হাজার ১৭৭ টাকা ভ্যাট পরিশোধ করেছে।

তিনি বলেন, এনবিআর জরিমানাসহ ভ্যাট আদায়সহ আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

ইএইচ

Link copied!