Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

ব্যারিকেড ভেঙে শাহবাগে কোটাবিরোধীদের অবস্থান

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

জুলাই ১১, ২০২৪, ০৫:৩৩ পিএম


ব্যারিকেড ভেঙে শাহবাগে কোটাবিরোধীদের অবস্থান

কোটাবিরোধী আন্দোলনকারীরা শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছেন। এর আগে শিক্ষার্থীরা ভুয়া ভুয়া স্লোগান দিয়ে পুলিশের ব্যারিকেড ভেঙে ফেলেন।

সরেজমিনে দেখা গেছে, শিক্ষার্থীদের তিন দিক থেকে ঘিরে রেখেছে পুলিশ। অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এসে বাংলামোটর অভিমুখী রাস্তায় অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা।

এর আগে বেলা ৪টা থেকেই শাহবাগ মোড়ের বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের অবস্থান নিয়ে দেখা যায়। এসময় শাহবাগ-বাংলা মোটর সংলগ্ন রোডে পুলিশ ব্যারিকেড দিলে যান চলাচল বন্ধ হয়ে যায়।

সর্বশেষ এ রিপোর্ট লেখা পর্যন্ত (বিকেল ৫টা ১৫ মিনিট), শাহবাগে শিক্ষার্থী ও পুলিশ উভয় পক্ষই অবস্থান নিয়ে আছে। উত্তেজনা আছে আশপাশের এলাকায়।

আরএস

Link copied!