Amar Sangbad
ঢাকা শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫,

শেখ হাসিনা

ট্রাম্পের ওপর হামলা দুঃখজনক

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুলাই ১৪, ২০২৪, ০৬:০৯ পিএম


ট্রাম্পের ওপর হামলা দুঃখজনক

আসন্ন মার্কিন নির্বাচনে প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলাকে দুঃখজনক বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার গণভবনে প্রধানমন্ত্রীর চীন সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘এটা অত্যন্ত দুঃখজনক, আমরা নিন্দা জানাই। আমেরিকা গণতন্ত্র নিয়ে নিয়ে অনেক গর্ব করে। আমরা তো গুলি–বোমা খেয়েই যাচ্ছি। এ রকম ঘটনা আমেরিকায় কিভাবে হয়? একদম কানে ওপর দিয়ে গেছে। যারা এত বড় গণতন্ত্র, সেখানে এটা হবে কেন? বাংলাদেশে হলে তো সরকারকে দায়ী করত। সেখানে সরকারকে দায়ী করেনি। প্রেসিডেন্ট বাইডেনও এটার নিন্দা করেছেন। এটুকু সভ্যতা তাদের মধ্যে আছে।’

স্থানীয় সময় শনিবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে আমেরিকার পেনসিলভানিয়া রাজ্যের বাটলারে বন্দুক হামলায় গুলিতে কান ফুটো হয়ে যায় ট্রাম্পের। কার্যত এই হামলায় অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন তিনি।

হামলার পর জনসম্মুখে ট্রাম্প, ফিরলেন বাসায়হামলার পর জনসম্মুখে ট্রাম্প, ফিরলেন বাসায়
আগামী ৫ নভেম্বর আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন। আসন্ন এই নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রার্থী ট্রাম্প। বিশ্লেষকেরা বলছেন, এই হামলা নির্বাচনী প্রতিযোগিতায় ব্যাপক প্রভাব ফেলতে পারে। এমনকি নির্বাচনের গতিপথও পাল্টে দিতে পারে।

এরই মধ্যে হামলা চালানো ব্যক্তিকে শনাক্ত করেছে দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)। থমাস ম্যাথিউ ক্রুকস (২০) নামের অভিযুক্ত যুবক হামলার সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের গুলিতে প্রাণ হারিয়েছেন।

পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ভোটার রেকর্ডের তথ্যের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, হামলকারী হিসেবে শনাক্ত ক্রুকস ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির অনুসারী এবং রেজিস্টার্ড ভোটার।

আরএস

Link copied!