Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

৫ দিন পর চালু হলো ব্রডব্যান্ড ইন্টারনেট

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

জুলাই ২৪, ২০২৪, ০১:১৬ পিএম


৫ দিন পর চালু হলো ব্রডব্যান্ড ইন্টারনেট

রাজধানী ঢাকা ও চট্টগ্রামে সীমিত আকারে ৫ দিন পর ইন্টারনেট সেবা চালু হয়েছে।

মঙ্গলবার (২৩ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে ব্রডব্যান্ড সেবা চালু হয়। তবে এ মুহূর্তে মোবাইল ডাটা বন্ধ রয়েছে।

এর আগে দুপুরে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহম্মেদ জানিয়েছিলেন, মঙ্গলবার রাত থেকে পরীক্ষামূলকভাবে ব্রডব্যান্ড সেবা চালু করা হবে। গত বুধবার থেকে মোবাইল ইন্টারনেট এবং বৃহস্পতিবার রাত থেকে ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ ছিল।

গেলো বৃহস্পতিবার ইন্টারনেটের ধীরগতি ও বন্ধ প্রসঙ্গে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, পরিবেশ পরিস্থিতি বিবেচনায় রেখে, গোয়েন্দা সংস্থার রিপোর্ট সব কিছু মিলিয়ে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। কিছুটা কষ্ট হতে পারে। বিনয়ের সঙ্গে অনুরোধ করবো ধৈর্যের সঙ্গে সরকারকে সহযোগিতা করবেন।

বিআরইউ

Link copied!