Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

কারফিউর কারণে ‘সিইসির বিদেশ সফর’ স্থগিত

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

জুলাই ২৪, ২০২৪, ০৪:৩০ পিএম


কারফিউর কারণে ‘সিইসির বিদেশ সফর’ স্থগিত

কোটা সংস্কারের আন্দোলনকে কেন্দ্র করে উদ্ভুত পরিস্থিতিতে কারফিউ জারি করেছে সরকার। মোতায়েন করা হয় সেনাবাহিনী। ফলে ছয়দিনের সফরে মালয়েশিয়া যাওয়ার কথা থাকলেও তা স্থগিত করতে হয়েছে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালকে।

পূর্ব নির্ধারিত শিডিউল অনুযায়ী গত ২০ জুলাই সিইসির মালয়েশিয়া যাওয়ার কথা ছিল। কিন্তু গত শুক্রবার থেকে কারফিউ জারি করার আগেও দেশের সার্বিক পরিস্থিতি বেশ অস্থিতিশীল ছিল।

ইসি সূত্রে জানা গেছে, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল ছয়দিনের মালয়েশিয়া সফর স্থগিত করেছেন। শিডিউল অনুযায়ী গত ২০ জুলাই সিইসির মালয়েশিয়া যাওয়ার কথা ছিল তার।

ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ এ বিষয়ে বলেন, দেশের অস্বাভাবিক পরিস্থিতির কারণে প্রবাসী ভোটার কার্যক্রমের উদ্বোধন সংক্রান্ত মালয়েশিয়ার সফর স্থগিত করেছেন সিইসি। তবে বর্তমানে প্রবাসে ভোটার কার্যক্রম চলমান আছে।

ইএইচ

Link copied!