Amar Sangbad
ঢাকা রবিবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৪,

চলছে তেলবাহী ট্রেন, নিরাপত্তায় বিজিবি

আমার সংবাদ ডেস্ক:

আমার সংবাদ ডেস্ক:

জুলাই ২৬, ২০২৪, ১২:৪৪ পিএম


চলছে তেলবাহী ট্রেন, নিরাপত্তায় বিজিবি

দেশের চলমান অস্বাভাবিক পরিস্থিতির কারণে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নিরাপত্তায় চট্টগ্রাম রেল স্টেশন থেকে তেলবাহী ট্রেন চলাচল শুরু হয়েছে।

শুক্রবার (২৬ জুলাই) ভোর সাড়ে ৫টায় ও সাড়ে ৬টায় দুটি তেলবাহী ট্রেন ঢাকা ও সিলেটের উদ্দেশ্যে চট্টগ্রাম ছেড়ে গেছে।

চট্টগ্রাম ৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহেদ মিনহাজ সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিজিবি চট্টগ্রামের দায়িত্বে চট্টগ্রাম রেল স্টেশন হতে থেকে চারটি তেলবাহী ট্রেন সিলেট, ঢাকা, হাটহাজারী এবং দোহাজারি এলাকায় সকাল হতে চলাচল করবে। প্রতিটি ট্রেনে এক প্লাটুন বিজিবি নিরাপত্তার দায়িত্বে থাকবে।

ইতিমধ্যে সকাল সাড়ে ৫টায় ২৪টি তেলবাহী একটি ট্রেন ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে। এছাড়া ১৬টি তেলবাহী বগিসহ আরো একটি ট্রেন সকাল সাড়ে ৬টায় সিলেটের উদ্দেশ্যে রওনা হয়।

সকাল ১০টায় ১২টি তেলবাহী বগিসহ একটি ট্রেন দোহাজারীর উদ্দেশ্যে এবং ১১টায় ১২টি তেলবাহী বগিসহ একটি ট্রেন হাটহাজারীর উদ্দেশ্যে চট্টগ্রাম রেল স্টেশন ছেড়ে যাবে।

বিআরইউ

Link copied!