Amar Sangbad
ঢাকা রবিবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৪,

বিএসসিসিএল

১২ ঘণ্টা ধীরগতি থাকবে ইন্টারনেট সেবা

আমার সংবাদ ডেস্ক:

আমার সংবাদ ডেস্ক:

জুলাই ২৭, ২০২৪, ০৩:৫৮ পিএম


১২ ঘণ্টা ধীরগতি থাকবে ইন্টারনেট সেবা

কক্সবাজারে স্থাপিত দেশের প্রথম সাবমেরিন ক্যাবেলের (এসইএ-এমই-ডাব্লিউই-৪) রক্ষণাবেক্ষণের জন্য আজ (২৭ জুলাই) সাময়িক ইন্টারনেট ধীরগতি থাকবে বা নেটওয়ার্ক বাধার সম্মুখীন হতে পারেন ব্যবহারকারীরা।

বাংলাদেশ সাবমেরিন ক্যাবেল কোম্পানি লিমিটেড (বিএসসিসিএল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, শনিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১২ ঘণ্টার জন্য ইন্টারনেটের গতিতে বিঘ্ন ঘটতে পারে।

আরও বলা হয়েছে, কক্সবাজার থেকে সিঙ্গাপুরের সঙ্গে এসইএ-এমই-ডাব্লিউই-৪-এর মাধ্যমে সংযুক্ত সার্কিটের পরিষেবা এ সময়ে সাময়িকভাবে ব্যাহত হবে।

ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) তথ্যানুযায়ী, দেশে ইতোমধ্যেই বন্ধ মোবাইল ডেটা পরিষেবা এবং সংযোগ বিচ্ছিন্ন ক্যাশ সার্ভারের কারণে সৃষ্ট ধীরগতির ইন্টারনেট পরিষেবা নতুন করে নেটওয়ার্ক বাধার সম্মুখীন হয়েছে।

বিআরইউ

Link copied!