নিজস্ব প্রতিবেদক
জুলাই ২৯, ২০২৪, ১১:৪৩ পিএম
নিজস্ব প্রতিবেদক
জুলাই ২৯, ২০২৪, ১১:৪৩ পিএম
ডিবি হেফাজতে থেকে কর্মসূচি প্রত্যাহারের ঘোষণার মধ্যেই নতুন কর্মসূচি ঘোষণা করেছে কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের প্লাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
মঙ্গলবার একক বা ঐক্যবদ্ধভাবে মুখে ও চোখে লাল কাপড় বেঁধে ছবি তোলা এবং অনলাইনে তা প্রচারের কর্মসূচি ঘোষণা দিয়েছে শিক্ষার্থীদের এই প্লাটফর্ম।
প্লাটফর্মটির অন্যতম সমন্বয়ক মো. মাহিন সরকার প্রেরিত এক বিজ্ঞপ্তিতে কর্মসূচির বিষয়টি জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘আমরা সরকারের উদ্দেশ্যে বলতে চাই, ছাত্রসমাজের বুকে গুলি চালিয়ে বাংলার ইতিহাসে কোনো আন্দোলন দমন করা যায়নি। অবিলম্বে ছাত্রসমাজের নয় দফা দাবি মেনে নিয়ে দেশকে স্থিতিশীল করুন।’
ইএইচ