Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

কোটা সংস্কার আন্দোলন

আজ সারা দেশে শোক পালন করবে সরকার

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

জুলাই ৩০, ২০২৪, ১২:২৪ এএম


আজ সারা দেশে শোক পালন করবে সরকার

কোটা আন্দোলনকে ঘিরে সহিংসতায় নিহতদের স্মরণে আজ মঙ্গলবার দেশব্যাপী শোক পালন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

এর আগে. সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন এ তথ্য জানিয়েছেন।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, বিধি আকারে যে বিষয়টি আলোচনা হয়েছিল সেটি সভার শুরুতেই হয়েছিল। আপনারা জানেন যে, আমাদের কোটাবিরোধেী আন্দোলন নিয়ে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের পক্ষ থেকে প্রতিবেদন উপস্থাপন করা হয়েছিল এবং অন্যান্য মন্ত্রীরাও তাদের পক্ষ থেকে বিস্তারিত তথ্য উপস্থাপন করেছেন। সে সব তথ্য পর্যালোচনা ও আলোচনা করে মন্ত্রিসভা দুটি সিদ্ধান্ত গ্রহণ করেছে।  

‘একটি হলো- কোটা আন্দোলন নিয়ে যারা হতাহতের ঘটনায় নিহত হয়েছেন তাদের জন্য একটি শোক প্রস্তাব গ্রহণ করেছেন। সেই শোক প্রস্তাবটা আনুষ্ঠানিকভাবে নেওয়া হয়েছে। আর দ্বিতীয়টি যেটি করা হয়েছে, আগামীকাল (মঙ্গলবার) দেশব্যাপী শোক পালন করা হবে। শোক পালনের অংশ হিসেবে কালো ব্যাচ ধারণ করা হবে। মসজিদে দোয়া, মন্দির-গীর্জা-প্যাগোডায় প্রার্থনা করা হবে। ’

কালো ব্যাজ শুধু সাধারণ মানুষ ধারণ করবে না সরকারি অফিসারাও ধারণ করবে- এ বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, সকলকে ধারণ করতে বলা হয়েছে।

ইএইচ

Link copied!