Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪,

বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব চুক্তির আলোচনা স্থগিত করেছে ইইউ

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুলাই ৩১, ২০২৪, ০৭:৪৪ পিএম


বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব চুক্তির আলোচনা স্থগিত করেছে ইইউ

বাংলাদেশের বিরাজমান পরিস্থিতির আলোকে অংশীদারিত্ব ও সহযোগিতা চুক্তির প্রথম দফা আলোচনা স্থগিত করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। পূর্ব পরিকল্পিত এই আলোচনা আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

আলোচনা স্থগিত করলেও পরবর্তী কোনো তারিখ এখনো ঠিক করা হয়নি। ব্রাসেলস থেকে তথ্যটি নিশ্চিত করা হয়েছে। সাম্প্রতিক সময়ে কোটা আন্দোলন নিয়ে ইইউ এর বিবৃতির পরের দিনই এমন ঘোষণা এসেছে।

মূলত, অংশীদারিত্ব ও সহযোগিতা চুক্তির আওতায় ইউরোপীয় ইউনিয়ন একটি দেশের সঙ্গে অর্থনৈতিক ও বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা দিয়ে থাকে। বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও সম্প্রসারণ ও বিকাশের লক্ষ্যে গত বছরের ২৫ অক্টোবর নতুন ইইউ–বাংলাদেশ অংশীদারিত্ব ও সহযোগিতা চুক্তির বিষয়ে আলোচনা শুরুর সিদ্ধান্ত হয়। ব্রাসেলসে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লিয়েন উপস্থিত ছিলেন।

আরএস

Link copied!