Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

শিক্ষার্থীরা ‘রিমেমবারিং আওয়ার হিরোজ’ ক্যাম্পেইন করবে আজ

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

আগস্ট ১, ২০২৪, ১০:৫০ এএম


শিক্ষার্থীরা ‘রিমেমবারিং আওয়ার হিরোজ’ ক্যাম্পেইন করবে আজ

চলছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ছাত্ররা ‘রিমেমবারিং আওয়ার হিরোজ’ ক্যাম্পেইন করবে আজ।

বৃহস্পতিবার (১ আগস্ট) সারা দেশে ‘রিমেমবারিং আওয়ার হিরোজ’ শিরোনামে একটি ক্যাম্পেইন কর্মসূচি ঘোষণা করেছে ছাত্ররা।

বুধবার (৩১ জুলাই) আন্দোলনের সহ-সমন্বয়ক রিফাত রশিদের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সারা দেশে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গণহত্যা, ব্যাপক গ্রেপ্তার, হামলা, গুমের ঘটনা ও শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে এই ক্যাম্পেইনের আয়োজন করা হচ্ছে। জাতিসংঘের অধীনে তদন্ত করে শিক্ষার্থীদের ৯ দফা দাবি পূরণের আহ্বান জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে এই ক্যাম্পেইনের জন্য বিভিন্ন কার্যক্রমের রূপরেখা তুলে ধরা হয়েছে। এর মধ্যে রয়েছে- নিপীড়নের দিন-রাতের স্মৃতিচারণ, শহীদ ও আহতদের প্রতি পরিবার ও সহকর্মীদের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নির্যাতনের ঘটনাগুলোর চিত্রিত শিল্প ও গ্রাফিতি, ব্যানার, পোস্টার এবং ডিজিটাল প্রতিকৃতি তৈরি করা।

শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, বুদ্ধিজীবী, সর্বস্তরের পেশাজীবীসহ সবাইকে এই ক্যাম্পেইনে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

বিআরইউ

Link copied!