Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

শরীয়তপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমর্থনে মিছিল

ভেদরগঞ্জ প্রতিনিধি:

ভেদরগঞ্জ প্রতিনিধি:

আগস্ট ৩, ২০২৪, ০২:৫৯ পিএম


শরীয়তপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমর্থনে মিছিল

শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলাধীন সখিপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে একাত্মতা পোষণ করে বিক্ষোভ মিছিল করেছেন সাধারণ শিক্ষার্থীরা।

শুক্রবার (২ই আগস্ট) বাদ জুম‍‍`আ সখিপুরের উত্তর তারাবুনিয়া চেয়ারম্যান বাজারে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিল শেষে স্থানীয় আব্বাস আলী উচ্চ বিদ্যালয় মাঠে শিক্ষার্থীরা সমবেত হন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে প্রাণহানির  সুষ্ঠু তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

শান্তিপূর্ণ পরিবেশে বিক্ষোভ মিছিল করতে দেওয়ায় প্রশাসনকে ধন্যবাদ জানানো হয়। আন্দোলনে নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়ার মাধ্যমে বিক্ষোভ মিছিল সমাপ্ত হয়।

বিআরইউ

Link copied!