Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪,

৯ দফা দাবি: শহীদ মিনার অভিমুখে শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

আগস্ট ৩, ২০২৪, ০৩:০০ পিএম


৯ দফা দাবি: শহীদ মিনার অভিমুখে শিক্ষার্থীরা

সারাদেশে ছাত্র-নাগরিকদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা, গুলিতে হত্যার প্রতিবাদ ও ৯ দফা দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে অবস্থান করছিলেন শিক্ষার্থীরা৷ অবস্থান কর্মসূচি শেষে শহীদ মিনারের দিকে চলে গেছেন শিক্ষার্থীরা।

শনিবার (৩ আগস্ট) দুপুর ২টা ৩০মিনিটে সায়েন্সল্যাব মোড় থেকে মিছিল নিয়ে নিউমার্কেট হয়ে শহীদ মিনারের দিকে যাত্রা শুরু করেন শিক্ষর্থীরা।

এসময় শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকেন।

সায়েন্সল্যাব মোড় থেকে শহীদ মিনারে যাওয়ার পথে প্রিয়াঙ্গণ শপিং কমপ্লেক্সের সামনে অবস্থানরত পুলিশ সদস্যদের দেখে আন্দোলনকারী শিক্ষার্থীরা ভুয়া-ভুয়া স্লোগান দিতে থাকেন৷

এর আগে দুপুর ১২টা ২০মিনিট থেকে সায়েন্সল্যাব মোড়ে জড়ো হতে শুরু করেন শিক্ষার্থীরা। এতে আশপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

এদিকে, রামপুরা, আফতাবনগরে অবস্থান করা শিক্ষার্থীরাও কেন্দ্রীয় শহীদ মিনার অভিমুখে রওয়ানা দিয়েছেন।

আরএস

Link copied!