Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

দাবি এবার ‘একদফা’

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

আগস্ট ৪, ২০২৪, ১০:৪৫ এএম


দাবি এবার ‘একদফা’

শেষ পর্যন্ত সরকারের পদত্যাগের ‘একদফায়’ গড়াল সরকারি চাকরিতে কোটা সংস্কার দাবিতে গড়ে ওঠা ছাত্র আন্দোলন। গতকাল শনিবার কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্র-জনতার সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম একদফার ঘোষণাপত্র তুলে ধরেন। দাবি আদায়ে আজ রোববার থেকে সারা দেশে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছেন তারা।

ছাত্র-জনতার সমাবেশে উত্থাপিত ঘোষণাপত্রে নাহিদ ইসলাম বলেন, ‘আমরা জনগণকে মুক্ত করতে আবার রাস্তায় নেমে এসেছি। বাংলাদেশের মানুষের জীবনের নিরাপত্তা, সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য আমরা একদফা সিদ্ধান্তে উপনীত হয়েছি। একদফাটি হলো, প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ এই সরকারের পতন ও ফ্যাসিবাদের বিলোপ।’

তিনি আরও বলেন, ‘এই সরকার কোনোভাবেই আর এক মিনিটও ক্ষমতায় থাকার অধিকার রাখে না।’

শিক্ষার্থীদের চলমান আন্দোলনের অন্যতম এই সমন্বয়ক বলেন, ‘ শুধু শেখ হাসিনা নন, মন্ত্রিপরিষদ, সরকার—সবাইকে পদত্যাগ করতে হবে। যে খুন-লুটপাট, দুর্নীতি এই দেশে হয়েছে, তার বিচার হতে হবে এবং এই যে ফ্যাসিবাদী শাসনব্যবস্থা এটাকে বিলোপ করতে হবে।’

তিনি বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে আমরা খুব দ্রুতই ছাত্র-নাগরিক অভ্যুত্থানের জন্য সর্বস্তরের নাগরিক, ছাত্রসংগঠন ও সব পেশাজীবী মানুষের সঙ্গে মিলে সম্মিলিত মোর্চা ঘোষণা করব। সবার সঙ্গে আলোচনার মাধ্যমে ভবিষ্যৎ বাংলাদেশের জাতীয় রূপরেখা আমরা সবার সামনে হাজির করব।’

বিআরইউ

Link copied!