Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪,

ডিএমপির কদমতলী থানার কার্যক্রম স্থগিত

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

আগস্ট ৫, ২০২৪, ০৫:৫৫ পিএম


ডিএমপির কদমতলী থানার কার্যক্রম স্থগিত

নিরাপত্তার কারণে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কদমতলী থানার কার্যক্রম রোববার রাত থেকে সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন ডিএমপির ওয়ারী বিভাগের সহকারী কমিশনার শামসুল ইসলাম নয়ন।

তিনি বলেন, ‍‍`আমরা কদমতলী থানার অপারেশনাল কার্যক্রম সাময়িক সময়ের জন্য যাত্রাবাড়ী থানায় স্থানান্তর করেছি। নিরাপত্তার কারণ দেখিয়ে এই থানার কার্যক্রম বন্ধ রেখেছি।‍‍`
সূত্র জানায়, দেশব্যাপী বিভিন্ন থানায় হামলার পর পুলিশ এ ব্যবস্থা নিয়েছে।

ইএইচ

Link copied!