Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

ড. ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তী সরকার গঠনের সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

আগস্ট ৭, ২০২৪, ১২:০৮ এএম


ড. ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তী সরকার গঠনের সিদ্ধান্ত

নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তী সরকার গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মঙ্গলবার রাতে বঙ্গভবনে রাষ্ট্রপতি ও তিন বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠক করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১৩ সদস্যের একটি দল। 

বৈঠকে দীর্ঘ আলাপ আলোচনা পর অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত আসে। মঙ্গলবার সন্ধ্যার পরে এ বৈঠক শুরু হয়।

বৈঠকে দীর্ঘ আলাপ আলোচনা পর ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান করে ছয় সদস্যের অন্তর্বর্তীকালীন সরকারের সমন্বয়কের নাম জানা যায়। এখন অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা নিয়ে সমন্বয়কদের সঙ্গে বঙ্গভবনে বৈঠক চলছে।

অন্তর্বর্তীকালীন সরকারের সমন্বয়কের অন্য সদস্যরা হলেন— শিক্ষাবিদ সলিমুল্লাহ খান, সাবেক সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভূইয়া, সিনিয়র আইনজীবী ড. শাহদীন মালিক, ব্যারিস্টার সারা হোসেন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল।

বৈঠকে আরও ছিলেন ঢাবির অধ্যাপক আসিফ নজরুল এবং একই বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক মোহাম্মদ তানজীমউদ্দিন খান। এর আগে জাতীয় সংসদ বিলুপ্ত করা হয়।

ইএইচ

Link copied!