আমার সংবাদ ডেস্ক
আগস্ট ৭, ২০২৪, ০২:২৬ পিএম
আমার সংবাদ ডেস্ক
আগস্ট ৭, ২০২৪, ০২:২৬ পিএম
পদত্যাগ এবং দেশত্যাগের পর দিল্লিতে আশ্রয় নেওয়া আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ভারত থেকে এই মুহূর্তে অন্য কোথাও যাওয়ার ‘পরিকল্পনা নেই’ বলে জানিয়েছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়৷
শেখ হাসিনার যুক্তরাষ্ট্রের ভিসা বাতিল হওয়ার যে খবর ভারতীয় সংবাদমাধ্যমে এসেছে, সেটি ‘গুজব’ বলেও মন্তব্য করেছেন তিনি।
জার্মানির সংবাদ মাধ্যম ডয়চে ভেলেকে দেওয়া এক সাক্ষাৎকারে জয় আওয়ামী লীগের বর্তমান-ভবিষ্যৎ নেতৃত্ব নিয়েও কথা বলেছেন।
শেখ হাসিনা এখন কোথায় আছেন এবং কেমন আছেন জানতে চাইলে জয় বলেন, তিনি ভালো আছেন, এখন দিল্লিতে আছেন৷ আমার বোন (সায়মা ওয়াজেদ পুতুল) উনার কাছে আছেন৷ আমার বোনতো দিল্লিতে থাকেন৷ তিনি ভালো আছেন, তবে তার খুবই মন খারাপ৷
‘তিনি খুবই দুঃখিত যে দেশের জন্য উনার বাবা জান দিয়েছেন, আমার পুরো পরিবার জান দিয়েছে, যেই দেশের জন্য তিনি জেল খেটেছেন, এত পরিশ্রম করেছেন, এত উন্নয়ন করেছেন, সেই দেশের মানুষ তাকে এভাবে অপমান করে বের করে দেবে, তার ওপর আক্রমণ করতে যাবে, এটা আমরা কেউ কল্পনা করতে পারিনি।’
প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনাকে দেশত্যাগ কেন করতে হল, তা জানতে চেয়েছিল ডয়চে ভেলে।
উত্তরে জয় বলেন, আপনারা দেখতে পাচ্ছেন, বাংলাদেশে এখন যে সব সংঘর্ষ চলছে, জ্বালাও পোড়াও চলছে, তখনও এটা শুরু হয়েছিল, এবং আন্দোলনকারীরা সিদ্ধান্ত নিয়েছিল তারা গণভবনকে হামলা করবে। তখনও তিনি কিন্তু দেশ ছাড়তে চাননি। আমরা পরিবার থেকে তখন উনাকে কনভিন্স করলাম যে না এরা শুধু আন্দোলনকারী না, বললাম যে এরা তোমাকে হত্যা করে ফেলবে। তোমার দেশ ছেড়ে যেতেই হবে।
ছাত্র-জনতার গণআন্দোলনের মুখে সোমবার দুপুরে পদত্যাগ করে ছোট বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে একটি সামরিক বিমানে চড়ে ভারতে যান শেখ হাসিনা।
এর মধ্যে ভারতীয় সংবাদমাধ্যমে খবর আসে, যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয়ের জন্য আবেদন করেছেন শেখ হাসিনা। অনুমতি মিললে সেখানেই তিনি যেতে চান।
সূত্র: ডয়েচে ভেলে
ইএইচ