Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪,

বৃহস্পতিবার থেকে হাইকোর্টের বিচারকাজ শুরু

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

আগস্ট ৭, ২০২৪, ০২:৩৮ পিএম


বৃহস্পতিবার থেকে হাইকোর্টের বিচারকাজ শুরু

পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত হাইকোর্টের বিচারিক কার্যক্রম সীমিত আকারে চলবে বলে জানা গেছে।

বৃহস্পতিবার থেকে সরাসরি কিংবা ভার্চুয়ালি অর্থাৎ সুবিধাজনক উপায়ে বিচারিক কার্যক্রম চলবে বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

বুধবার হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুন্সি মো. মশিয়ার রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, আপিল বিভাগের বিচারিক কার্যক্রম বন্ধ থাকবে। তবে আপিল বিভাগের বিচারপতি মো. আশফাকুল ইসলাম চেম্বার জজ হিসেবে দায়িত্বরত থাকবেন। তিনি বৃহস্পতিবার থেকে সরাসরি/ভার্চুয়ালি (সুবিধাজনক উপায়ে) চেম্বার কোর্টের বিচারিক কার্যক্রম পরিচালনা করবেন।

উল্লেখ্য, মঙ্গলবার (৬ আগস্ট) সুপ্রিম কোর্ট প্রশাসন সিদ্ধান্ত নেন যে সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারকাজ আগামী বুধবার ও বৃহস্পতিবার (৭ ও ৮ আগস্ট) বন্ধ থাকবে। তবে সীমিত পরিসরে সুপ্রিম কোর্টের দাপ্তরিক কাজ পরিচালিত হবে। সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার মো. মোয়াজ্জেম হোছাইন এ তথ্য জানান।

ইএইচ
 

Link copied!