Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

পূবাইলে সকাল-রাত পর্যন্ত পাহারা ও ট্রাফিকের দ্বায়িত্বে শিক্ষার্থীরা

পূর্বাচল ও পূবাইল (গাজীপুর) প্রতিনিধি:

পূর্বাচল ও পূবাইল (গাজীপুর) প্রতিনিধি:

আগস্ট ৮, ২০২৪, ০১:১৮ পিএম


পূবাইলে সকাল-রাত পর্যন্ত পাহারা ও ট্রাফিকের দ্বায়িত্বে শিক্ষার্থীরা

গাজীপুর মহানগরীর পূবাইলে সকাল থেকে গভীর রাত পর্যন্ত ট্রাফিকের দ্বায়িত্ব পালন করছে বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেয়া ছাত্ররা। পাশাপাশি এলাকায় থাকা বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের সামনে পাহারা দিতে দেখা গেছে তাদের।

বুধবার (৭ আগস্ট) রাত ১১টায় পূবাইল মীরের বাজার চৌরাস্তা এলাকায় গিয়ে দেখা যায় রাস্তায় যানজট নিরসনে ট্রাফিকের দ্বায়িত্ব পালন করছে ছাত্ররা।এ সময় তারা সবাইকে নিয়ম মেনে রাস্তায় চলাচল করার পরামর্শ দেন।

এ বিষয়ে ট্রাফিকের দ্বায়িত্ব পালন করা একজন শিক্ষার্থী আমার সংবাদ কে জানান, স্বৈরাচারের পতন ঘটিয়েছি এটা আমাদের থানা এলাকা তাই পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় কাজ করছি,যেহেতু থানার পরিস্থিতি ভাল না পুলিশ রয়েছে কর্মবিরতিতে সেই হিসেবে থানা এবং দেশের পরিবেশ রক্ষার দ্বায়িত্ব আমাদেরই।

অন্যদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে কয়েক দির ধরে দেশের বিভিন্ন থানায় পুলিশের ওপর হামলা, খুন, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটলেও পূবাইল থানা এলাকায় দেখা গেছে ব্যতিক্রম চিত্র।  

রাতে সরেজমিন পূবাইল থানায় গিয়ে দেখা যায়, থানা ভবনের প্রধান ফটকে তালা ঝুলছে। আর ভবনের ভেতর পুলিশ বাহিনীর সদস্যরা চরম উৎকণ্ঠা নিয়ে বসে আছেন। এমন পরিস্থিতিতে ছাত্ররা ও স্থানীয় জনগণ প্রধান ফটকের সামনে পাকা রাস্তার ওপর চেয়ারে বসে পুলিশের নিরাপত্তায় পাহারা দিচ্ছে।

কর্মবিরতিতে থাকা পূবাইল থানার পুলিশ সদস্যরা জানান, পূবাইল বাসীর কাছ থেকে আমরা যে সহযোগিতা পেয়েছি তা বলার ভাষা নেই। আমরা পুলিশ সদস্যরা পরিবার-পরিজন নিয়ে থানা ভবন এলাকায় চরম উৎকণ্ঠার মাঝে দিনাতিপাত করছি। এমন পরিস্থিতিতে স্থানীয় জনগণ স্বেচ্ছায় আমাদের পাশে দাঁড়িয়েছে। আমাদের নিরাপত্তা দিয়েছে।আমরা এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

বিআরইউ

Link copied!