Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

মায়ের দেশত্যাগ নিয়ে মুখ খুললেন পুতুল, জানালেন আক্ষেপের কথা

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

আগস্ট ৮, ২০২৪, ০২:৩৬ পিএম


মায়ের দেশত্যাগ নিয়ে মুখ খুললেন পুতুল, জানালেন আক্ষেপের কথা

গত রোববার প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার দেশ ছাড়ার পর একাধিকবার গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছেলে সজিব ওয়াজেদ জয় কথা বলেছেন। তবে চুপ ছিলেন মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল।

তবে এবার তিনি মুখ খুললেন। মায়ের পদত্যাগ, দেশত্যাগ ও শিক্ষার্থীদের প্রাণহানিতে মর্মাহত হওয়ার কথাও জানিয়েছেন সায়মা ওয়াজেদ পুতুল।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার করা পোস্টে পুতুল মায়ের পাশে থাকতে না পারার আক্ষেপের কথাও জানিয়েছেন।

আক্ষেপ প্রকাশ করে বলেছেন, কঠিন সময়ে মায়ের পাশে না থাকতে পেরে তাকে আলিঙ্গন করতে না পেরে তিনি ব্যথিত।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার প্রথমবারের মতো মায়ের পদত্যাগ ও দেশত্যাগের বিষয়টি নিয়ে কথা বলেছেন।

তিনি বলেন, ‘আমার প্রাণের দেশ বাংলাদেশে প্রাণহানির ঘটনায় আমি ব্যথিত। এতটাই মন খারাপ যে আমি এই কঠিন সময়ে আমার মাকে দেখতে এবং আলিঙ্গন করতে যেতে পারিনি। আমি আরডি হিসেবে আমার দায়িত্ব পালনে প্রতিশ্রুতিবদ্ধ।’

ছাত্র-জনতার ব্যাপক বিক্ষোভের মুখে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়েছেন। তার ত্যাগের পর অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠার ঘোষণা দেওয়া হয়েছে।

ইএইচ

Link copied!