Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫,

অন্তর্বর্তী সরকারের শপথ অনুষ্ঠান চলছে

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

আগস্ট ৮, ২০২৪, ০৯:২৫ পিএম


অন্তর্বর্তী সরকারের শপথ অনুষ্ঠান চলছে

ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন ১৭ সদস্যের অন্তর্বর্তীকালীন সরকারের শপথ অনুষ্ঠান শুরু হয়েছে।

বৃহস্পতিবার রাত সোয়া নয়টায় শুরু হয় শপথ অনুষ্ঠান।

এতে সব রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত থাকলেও ছিলেন না আওয়ামী লীগের কেউ।

শপথ অনুষ্ঠান পরিচালনা করছেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।

অনুষ্ঠানের শুরুতে মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণ করা হয়। একইসঙ্গে সাম্প্রতিক ছাত্র আন্দোলনে প্রাণ হারানোদেরও স্মরণ করা হয়। তাদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।

ইএইচ

Link copied!