Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪,

কোটা সংস্কার আন্দোলন

এখনো ঢামেকে চিকিৎসাধীন ১৮৪ জন

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

আগস্ট ১২, ২০২৪, ১০:১১ এএম


এখনো ঢামেকে চিকিৎসাধীন ১৮৪ জন

কোটা সংস্কার এবং পরবর্তীতে ছাত্র-জনতার আন্দোলনের সময় আহত ১৮৪ জন এখনো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।  

হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, এদের মধ্য থেকে কয়েকজন আইসিইউতে চিকিৎসাধীন।

রোববার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান এ তথ্য জানান।

আহতদের মধ্যে প্রায় সকলে গুলিতে আহত।

ঢাকা মেডিকেল কলেজ মর্গ থেকে একটি সূত্র জানান, রোববার রাত পর্যন্ত পরিচয়বিহীন ৮টি লাশ ঢাকা মেডিকেল মর্গের ফ্রিজে রয়েছে।

এছাড়া কোটা সংস্কারের আন্দোলনে গুলিতে নিহত অনেক লাশের ময়নাতদন্ত ধারাবাহিকভাবে সম্পন্ন হয়েছে।

ইএইচ

Link copied!