Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

সীমান্তে বিজিবিকে পিঠ না দেখানোর নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

আগস্ট ১৩, ২০২৪, ০১:৪৬ পিএম


সীমান্তে বিজিবিকে পিঠ না দেখানোর নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

সীমান্ত হত্যাকান্ড নিয়ে বাংলাদেশ বর্ডার গার্ডকে (বিজিবি) পিঠ না দেখানোর নির্দেশ দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অব. সাখাওয়াত হোসেন।

মঙ্গলবার (১৩ আগস্ট) গণমাধ্যেমের সঙ্গে কথা বলার সময় এই নির্দেশ তিনি।

এসময় তিনি বলেন, আওয়ামী লীগ সরকার বিগত ১৫ বছরে দেশের পুলিশ, র‌্যাব,আনসার প্রভৃতি প্রতিষ্ঠানগুলোকে নিজের মতো করে ব্যবহার করে ধ্বংস করে দিয়েছে। বিজিবির মতো একটা ফোর্সকে তারা পিঠ দেখাতে বলেছে।

সীমান্তে বিএসএফের গুলিতে নানা সময়ের মৃত্যু নিয়ে তিনি জানান, সীমান্তে আমাদের মানুষদের গুলি করে হত্যা করে আর সরকার বিজিবিকে ফ্ল্যাগ মিটিং করতে বাধ্য করেছে। তাই বিজিবিকে আর পিঠ না দেখানোর নির্দেশ দিয়েছেন তিনি।

এছাড়া শেখ হাসিনা সরকারকে দেশ ও দেশের বাইরে সর্বোচ্চ পর্যায়ের বিচারের আওতায় আনার ঘোষণাও দিয়েছে অন্তর্বর্তীতালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অব. সাখাওয়াত হোসেন।

বিআরইউ

Link copied!