Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

পুলিশের ৩ ঊর্ধ্বতন কর্মকর্তার পদে রদবদল

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

আগস্ট ১৬, ২০২৪, ১২:২৬ এএম


পুলিশের ৩ ঊর্ধ্বতন কর্মকর্তার পদে রদবদল

পুলিশ সদর দপ্তরের তিনজন অ্যাডিশনাল ডিআইজিকে পদায়ন করা হয়েছে। 

বৃহস্পতিবার পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ পদায়ন করা হয়।

কর্মকর্তাদের মধ্যে পুলিশ সদর দপ্তরের এলআইসি শাখার অ্যাডিশনাল ডিআইজি মুনতাসিরুল ইসলামকে অ্যাডিশনাল ডিআইজি (ওয়েলফেয়ার ট্রাস্ট), পার্সোনাল ম্যানেজমেন্ট-১-এর অ্যাডিশনাল ডিআইজি মোহাম্মদ নাসিরুল ইসলামকে এলআইসি শাখায় এবং অ্যাডিশনাল ডিআইজি শাহজাদা মো. আসাদুজ্জামানকে অ্যাডিশনাল ডিআইজি (পার্সোনাল ম্যানেজমেন্ট-১)-এর দায়িত্ব দেওয়া হয়েছে।

আদেশে বলা হয়, অবিলম্বে এ পদায়ন কার্যকর হবে।

ইএইচ

Link copied!