Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

বিআরটিএ‍‍’র ক্ষতিগ্রস্ত সার্ভার সচল, সেবা কার্যক্রম পুনরায় শুরু

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

আগস্ট ১৯, ২০২৪, ১১:৪৫ এএম


বিআরটিএ‍‍’র ক্ষতিগ্রস্ত সার্ভার সচল, সেবা কার্যক্রম পুনরায় শুরু

আন্দোলন সহিংসতার ঘটনায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ক্ষতিগ্রস্ত সার্ভার ও আইএস পুনরায় চালু হয়েছে।

রোববার সার্ভারটি সচল হলেও সোমবার এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে বিআরটিএ।

এর আগে, গত ১৮ ও ১৯ জুলাই দু-দফায় রাজধানীর বনানীতে বিআরটিএর প্রধান কার্যালয়ে অগ্নিসংযোগ ও ভাংচুরের ঘটনা ঘটে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিআরটিএ ভবনে সার্ভার ও আইএস সচল হয়েছে। বিআরটিএ কর্তৃক মোটরযান সংক্রান্ত সেবা (রেজিস্ট্রেশন, মালিকানা বদলি, ফিটনেস, ট্যাক্স-টোকেন ও রুট-পারমিট এবং ড্রাইভিং লাইসেন্স নবায়ন বা হালনাগাদ) কার্যক্রম চালু হয়েছে।

বিজ্ঞপ্তিতে, সবাইকে বিআরটিএ সার্কেল অফিস থেকে সেবা গ্রহণে অনুরোধও জানানো হয়।

ইএইচ

Link copied!