Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

স্বরাষ্ট্র উপদেষ্টা

আন্দলনে আহতদের জন্য প্রয়োজনীয় সব কিছু করবে সরকার

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

আগস্ট ২০, ২০২৪, ১১:১৯ এএম


আন্দলনে আহতদের জন্য প্রয়োজনীয় সব কিছু করবে সরকার

ছাত্র জনতার আন্দলনে আহতদের জন্য সরকার প্রয়োজনীয় সব কিছুই করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।

মঙ্গলবার (২০ আগস্ট) সকালে আন্দোলনের সময় আহতদের দেখতে হাসপাতালে যান স্বরাষ্ট্র উপদেষ্টা। একে একে ঘুরে দেখেন আহত সব রোগীকে।

এসময় তিনি আহতদের দেখতে ভিড় না জমাতে সবার প্রতি আহ্বান জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা রোগীর পাশাপাশি কথা বলেন স্বজনদের সঙ্গে। বিভিন্ন সমস্যার বিষয়ে কথা বলেন হাসপাতালের পরিচালকের সঙ্গেও।

এ সময় রোগীদের সবশেষ পরিস্থিতি স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে তুলে ধরেন চিকিৎসকরা। পরে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আহতদের জন্য প্রয়োজনীয় সব কিছুই করছে সরকার।

বিআরইউ

Link copied!