Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

পিলখানা হত্যাকাণ্ড: বিডিআর ও তাদের পরিবারবর্গের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুর প্রতিনিধি:

আগস্ট ২১, ২০২৪, ০৪:৩১ পিএম


পিলখানা হত্যাকাণ্ড: বিডিআর ও তাদের পরিবারবর্গের মানববন্ধন

পিলখানায় ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি বিডিআর হত্যাকাণ্ডের ঘটনার প্রেক্ষিতে চাকুরিচ্যুত বিডিআর সদস্যদের চাকুরিতে পুনঃ বহালের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেন দিনাজপুর জেলায় চাকুরিচ্যুত বিডিআর ও তাদের পরিবারবর্গ।

আজ বুধবার দুপুরে দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সড়কে একঘণ্টা ব্যাপী এই মানববন্ধন করা হয়। 

মানববন্ধনে দাবি জানানো হয় অবিলম্বে চাকরিতে বিডিআরদের চাকুরিতে পূর্ণবহাল ও কারাগারে আটক বিডিআর সদস্যদের মুক্তি দাবি জানানো হয়।

মানববন্ধনে  বক্তব্য রাখেন চাকরিচ্যুত বিডিআর মো. আকবর আলী, কামারুজ্জামান, হাসানুর রহমান সহ প্রমুখ।

মানববন্ধন শেষে তারা একটি বিক্ষোভ মিছিল করেন। মিছিল শেষে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বরাবরে একটি স্মারকলিপি প্রদান করেন। 

বিআরইউ

Link copied!