Amar Sangbad
ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪,

বিনা নোটিশে পানি ছাড়ায় ভারতের কাছে ব্যাখ্যা চাইলেন উপদেষ্টা আসিফ

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

আগস্ট ২২, ২০২৪, ০১:৩৪ পিএম


বিনা নোটিশে পানি ছাড়ায় ভারতের কাছে ব্যাখ্যা চাইলেন উপদেষ্টা আসিফ

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় প্রদান এবং বিনা নোটিশে পানির গেট খুলে দেওয়ায় ভারতের প্রতি ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। এই দুই কারণে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের অবনতি হতে পারে বলে আশঙ্কা করেছেন তিনি।

বুধবার (২১ আগস্ট) রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ প্রতিক্রিয়া জানান ক্রীড়া উপদেষ্টা।

ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘পৃথিবীর ইতিহাসে নিকৃষ্টতম গণহত্যাকারী শেখ হাসিনাকে আশ্রয়, নোটিশ ছাড়াই ওয়াটার গেট খুলে দিয়ে বন্যার সৃষ্টি করা ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের অবনতির কারণ হতে পারে। এ বিষয়ে বাংলাদেশের জনগণের কাছে স্পষ্ট ব্যাখ্যা দিতে হবে।’

বিআরইউ

Link copied!