Amar Sangbad
ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪,

বাংলাদেশ সেক্রেটারিয়েট সার্ভিস অ্যাসোসিয়েশনের সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

আগস্ট ২২, ২০২৪, ০৮:৪৭ পিএম


বাংলাদেশ সেক্রেটারিয়েট সার্ভিস অ্যাসোসিয়েশনের সভা অনুষ্ঠিত

বাংলাদেশ সেক্রেটারিয়েট সার্ভিস অ্যাসোসিয়েশন এর নবগঠিত কমিটির ১ম সভার কার্যবিবরণী অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সেক্রেটারিয়েট সার্ভিস অ্যাসোসিয়েশনের নবগঠিত কমিটির আহ্বায়ক মো. আবদুল খালেক এর সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। আজ গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, সভা পরিচালনা করেন যৌথভাবে সিনিয়র সহকারী সচিব মো. নাজমুল হক ও নজরুল ইসলাম। সভায় বক্তব্য প্রদান করেন সিনিয়র সহকারী সচিব মো. শহিদুল্লাহ, সুশীল কুমার পাল, মো. আব্দুল মান্নান, শেখ হেমায়েত হোসেন এবং সহকারী সচিব মোছা. সেলিনা সুলতানা, সুলতান আহমেদ, জাহেদা খাতুন, রফিকুল ইসলাম, কামাল হোসেন, মো: ফারুক ওমো. কবীর প্রমুখ।

সভায় বক্তারা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে অভিনন্দন জানিয়ে বলেন, আমাদের সন্তানদের রক্তের বিনিময়ে কথা বলার অধিকার ফিরিয়ে পেয়েছি কিন্তু যে বৈষম্যেবিরোধী আন্দোলন করে তারা শহীদ হয়েছেন সে বৈষম্য এখনো বিদ্যমান রয়েছে। আমরা তাদের আত্মার মাগফেরাত কামনা করি। বৈষম্যমুক্ত ও সুশাসন প্রতিষ্ঠা নিশ্চিত করে উন্নত বাংলাদেশ গড়তে পারলে তাদের আত্মা শান্তি পাবে।

সভায় বক্তারা আরো বলেন যে, আগামী রবিবার ২৫ আগস্ট ২০২৪ তারিখের মধ্যে অ্যাসোসিয়েশনের পেশকৃত দাবি বাস্তবায়ন করতে হবে। অন্যথায় ন্যায় সংগত দাবির জন্য ঐক্যবদ্ধভাবে কর্মসূচি ঘোষণা করা হবে। আমরা লক্ষ্য করেছি ক্যাডার বহির্ভূত বঞ্চিত কর্মকর্তাদের পদোন্নতিসহ এ পর্যন্ত প্রশাসনিক দাবি বাস্তবায়িত হয়নি। এতে ক্যাডার বহির্ভূত কর্মকর্তাগণ ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। কর্মকর্তাদের মধ্যে দাবি বাস্তবায়নের ক্ষেত্রে এখনো বৈষম্য বিরাজমান রয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মকর্তাগণ ঐক্যবদ্ধভাবে কার্যক্রম চালিয়ে যাবেন।

বিজ্ঞপ্তিতে দাবিসমূহতে জানানো হয়, বাংলাদেশ সচিবালয় (ক্যাডার বহির্ভূত গেজেটেড কর্মকর্তা এবং নন-গেজেটেড কর্মচারী) নিয়োগ বিধিমালা-২০১৪ মোতাবেক পদোন্নতি বঞ্চিত সহকারী সচিবগণকে ৫ বছর চাকরি পূর্তিতে সিনিয়র সহকারী সচিব এবং সিনিয়র সহকারী সচিব পদে ৩ বছর অর্থাৎ সহকারী সচিব থেকে সিনিয়র সহকারী সচিব পর্যন্ত সর্বমোট ৮ বছর চাকুরির পূর্তিতে উপসচিব পদে ভূতাপেক্ষ ১০০ শতাংশ পদোন্নতি প্রদান এবং পূর্বের ন্যায় যুগ্মসচিব পদে পদোন্নতির বিষয়টি পূণঃবহালকরণ। সভায় সচিবালয়ের বিভিন্নপর্যায়েরকর্মকর্তা-কর্মচারীগণ নব গঠিত আহ্বায়ক কমিটিকে অভিনন্দন জানান। সভায় আর আলোচনা না থাকায় সভাপতি উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।

আরএস

Link copied!