Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪,

জামিন মেলেনি আনসার সদস্যের, কারাগারে প্রেরণ

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

আগস্ট ২৬, ২০২৪, ০৯:১৫ পিএম


জামিন মেলেনি আনসার সদস্যের, কারাগারে প্রেরণ

সচিবালয়ে হামলা, ভাঙচুর, পুলিশের কাজে বাধা এবং ছাত্রদের মারধরের ঘটনায় গ্রেপ্তার আনসার সদ্যদেরকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

সোমবার ঢাকার মুখ্য মহানগরের পৃথক কয়েকটি আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

সচিবালয়ে হামলা, ভাঙচুর, পুলিশের কাজে বাধা এবং ছাত্রদের মারধরের ঘটনায় রাজধানীর চারটি থানায় আন্দোলনকারী আনসারদের বিরুদ্ধে মামলা হয়েছে। এসব মামলায় ১০ হাজারের বেশি আনসার সদস্যকে আসামি করা হয়েছে।

পুলিশ ও আদালত সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, শাহবাগ থানায় করা মামলায় ১৯১ আনসার সদস্য, রমনা থানার মামলায় ৯৮, পল্টন থানার মামলায় ৯৫ ও বিমানবন্দর থানার মামলায় ছয়জনকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার ৩৯০ জনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

পল্টন থানা সূত্র জানায়, পল্টন থানায় রবিবার একটি মামলা হয়েছে। এ থানায় ১১৪ জনের নাম উল্লেখ করে চার হাজার অজ্ঞাত পরিচয় আনসার সদস্যকে আসামি করা হয়েছে। এখন পর্যন্ত ৯৫ জন আনসার সদস্যকে গ্রেপ্তার দেখিয়েছে পল্টন থানা পুলিশ।

রমনা থানা সূত্র জানায়, রমনা থানায় মামলাটিতে সচিবালয়ে হামলা ভাঙচুরের অভিযোগ আনা হয়েছে। এতে আসামি প্রায় তিন হাজার। তবে ৯৮ জনের নাম উল্লেখ করা হয়েছে। এর মধ্যে ৮৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শাহবাগ থানা সূত্র জানায়, বেআইনিভাবে সমাবেশ ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে রাজধানীর শাহবাগ থানায় তিন হাজার ২০৮ জন আনসার সদস্যকে আসামি করে মামলা হয়েছে। এর মধ্যে ২০৮ জনের নাম উল্লেখ করা হয়েছে। বাকিরা অজ্ঞাত। এ মামলায় সোমবার ১৮৯ আনসার সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

বিমানবন্দর থানার ওসি আজিজুল ইসলাম বলেন, বিমানবন্দর থানায় আনসারের হাজারখানেক সদস্যকে আসামি করে মামলা হয়েছে। তারা সবাই অজ্ঞাত পরিচয়। আমরা ছয়জনকে গ্রেপ্তার দেখিয়েছি।

ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. সারোয়ার জাহান জানান, রমনা বিভাগে তিন থানার মামলায় আনসারদের বিরুদ্ধে হামলা ও ভাঙচুরের অভিযোগ আনা হয়েছে। মামলাগুলোতে কয়েক হাজার আনসার সদস্যকে অজ্ঞাত উল্লেখ করে আসামি করা হয়েছে।

ইএইচ

Link copied!